বর্তমানে বিদ্যালয়টিতে ৩টি ভবন রয়েছে। ১নং ভবনটি পরিত্যাক্ত, দ্বিতীয় ভবনটিতে পাঠদান করা হয় এবং তৃতীয় ভবনটি নির্মানাধীন রয়েছে।
১৯৩২ সালে তিতাগ্রাম বাসী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করে। যা স্বাধীনতার পরে তিতাগ্রাম শিবপুরের স্থানীয় মুরব্বিদের একান্ত প্রচেষ্টায় দুই গ্রামের মাঝে তিতাগ্রাম-শিবপুর নামে বিদ্যালয়টি স্থাপিত হয়। যা পরবর্তীতে ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার সরকারি ঘোষণা করে।
Image | Name | Mobile | |
---|---|---|---|
![]() |
Polina Khanum | 01748080995 |
Image | Name | Mobile | |
---|---|---|---|
![]() |
Md. Khairul Alam | 01744275616 | |
![]() |
Mohammad Zahurul Haque | 01712979197 | |
|
Fateha Khanam | 01718680036 | |
![]() |
Abdur Rahman Munshi | 01915769619 | |
![]() |
Md. Arafat Sheikh | 01933603133 | |
![]() |
Md. Badrul Alam | 01515286871 |
বর্তমানে বিদ্যালয়ের (২০২৩) বিভিন্ন শেণীতে ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ
১। প্রাক প্রাথমিক ২৪জন।
২। প্রথম শ্রেণি ৪৩জন।
৩। দ্বিতীয় শ্রেণি ২৮জন।
৪। তৃতীয় শ্রেণি ৩৬জন।
৫। চতুর্থ শ্রেণি ৪১ জন।
৬। পঞ্চম শ্রেণি ৪২জন।
বর্তমানে বিদ্যালয়টির পরিচালনা কমিটির (এস এম সি) সদস্য সংখ্যা ১১জন। এদের মধ্যে ৬জন পুরুষ এবং ৫জন মহিলা সদস্য রয়েছে। উক্ত কমিটির সভাপতি এস এম কারুজ্জামান।
২০২২সালে ৩৮জন, ২০২১সালে ৪৩জন, ২০২০সালে ৪৬জন, ২০১৯সালে ৪৯জন এবং ২০১৮সালে ৪৪জন ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে পঞ্চম শ্রেণি থেকে উত্তির্ন হয়।
বর্তমানে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীতে ২১০ জনের অধিক ছাত্র-ছাত্রী উপ-বৃত্তির আওতায় রয়েছে।
৪০নং তিতাগ্রাম-শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকেই সাফল্যের সাথে শিক্ষা প্রদান করে চলেছে। প্রতিটি বার্ষিক পরিক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টির অনেক ছাত্র-ছাত্রী বর্তমানে বিভিন্ন স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত আছে। ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় ২জন বৃত্তি পায়।
ভবিষ্যতে ৪০নং তিতাগ্রাম-শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কাশিয়ানী উপজেলার একটি মডেল প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হতে চায়।
কাশিয়ানী উপজেলা থেকে বিদ্যালয়টির ১০কিলো মিটার দূরে অবস্থিত। উপজেলা থেকে যাতায়াতের মাধ্যম ভ্যান, রিক্সা, ইজিবাইক এবং জন প্রতি ৫০/- ভাড়া ।
বর্তমানে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীতে ৫০ জনের অধিক মেধাবী ছাত্র রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS