১৯৪২ সালে গ্রাম বাসী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করে। যা পরবর্তীতে ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার সরকারি ঘোষণা করে।
Image | Name | Mobile | |
---|---|---|---|
![]() |
Khandaker Aminur Rahman | ০১৯২৮৭৬২৭৪৭ |
Image | Name | Mobile | |
---|---|---|---|
|
Manoca Biswas | ০১৭৩৫২৫৫২৭২ | |
|
Prahlad Chandra Biswas | ০১৭২৬২৩৭৩২২ | |
|
Bonna Rani Biswas | ০১৭৯১৯০০৮২৭ |
বর্তমানে বিদ্যালয়ের (২০২৩) বিভিন্ন শেণীতে ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ
১। প্রাক প্রাথমিক ০৭জন।
২। প্রথম শ্রেণি ০৭জন।
৩। দ্বিতীয় শ্রেণি ০৬জন।
৪। তৃতীয় শ্রেণি ০৪জন।
৫। চতুর্থ শ্রেণি ০৪জন।
৬। পঞ্চম শ্রেণি ০৫জন।
বর্তমানে বিদ্যালয়টির পরিচালনা কমিটির (এস এম সি) সদস্য সংখ্যা ১০জন। এদের মধ্যে ৭জন পুরুষ এবং ৩জন মহিলা সদস্য রয়েছে। উক্ত কমিটির সভাপতি অর্পিতা বিশ্বাস।
২০২২সালে ০৩জন, ২০২১সালে ০৯জন, ২০২০সালে ০৬জন, ২০১৯সালে ০৬জন এবং ২০১৮সালে ০৪জন ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে পঞ্চম শ্রেণি থেকে উত্তির্ন হয়।
বর্তমানে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীতে ৩৩ জনের অধিক ছাত্র-ছাত্রী উপ-বৃত্তির আওতায় রয়েছে।
৯২নং ডি, কে, এস, এন, সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকেই সাফল্যের সাথে শিক্ষা প্রদান করে চলেছে। প্রতিটি বার্ষিক পরিক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টির অনেক ছাত্র-ছাত্রী বর্তমানে বিভিন্ন স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত আছে।
ভবিষ্যতে ৯২নং ডি, কে, এস, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কাশিয়ানী উপজেলার একটি মডেল প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হতে চায়।
পায়ে হেটে, ভ্যান ও ইজিবাইকে যাতায়াত করা যায়।
বর্তমানে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীতে ২০ জনের অধিক মেধাবী ছাত্র রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS