১৫১নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ সালে গোলপাতার ঘর দিয়ে শুরু হয়, পরে টিনসেড হয় এবং ২০০২-২০০৩ অর্থ বছরে একতলা ভবন নির্মিত হয় ও ২০১২-২০১৩ অর্থ বছরে আর একটি একতলা ভবন নির্মিত হয়। ১৯৯৫ সালে বিদ্যালয়টি এম পি ও ভূক্ত হয় এবং ০১/০১/২০১৩ তারিখে জাতীয় করণ করা হয়।এর পর থেকে প্রায়ই ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় বৃত্তি পাচ্ছে। এ পর্যন্ত ১৫১নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৭জন ৫ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে।
১৫১নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ সালে গোলপাতার ঘর দিয়ে শুরু হয়, পরে টিনসেড হয় এবং ২০০২-২০০৩ অর্থ বছরে একতলা ভবন নির্মিত হয় ও ২০১২-২০১৩ অর্থ বছরে আর একটি একতলা ভবন নির্মিত হয়। এরপর থেকে প্রায়ই ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় বৃত্তি পাচ্ছে। এ পর্যন্ত ১৫১নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি থেকে ২৭জন ৫ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
এস এম নাজির আহমেদ | ০১৭৫৬-২৫৩১৫৩ |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
রেহানা পারভীন | ০১৭৬৬-৭৫৮৩৬৭ | ||
স্বীকৃতি বিশ্বাস | ০১৭৪৪-৪১৭৬৭৫ | ||
মোঃ ইকলাচ উদ্দিন | ০১৯৮৪-৩৪৯২১১ | ||
তাহমিদা নাজনীন | ০১৭১৩-৯২৪০৭৩ | ||
মোঃ আল আমিন | ০১৯১৫-৫১৮৮৯৯ | alaminbc94@gmail.com |
ক্রমিক নং |
শ্রেণীর নাম |
ছাত্র |
ছাত্রী |
মোট ছাত্র-ছাত্রী সংখ্যা |
০১. |
শিশু শ্রেণী |
০৮জন |
০৫ জন |
১৩ জন |
০২. |
প্রথম শ্রেণী |
০৭ জন |
০৬ জন |
১৩ জন |
০৩. |
দ্বিতীয় শ্রেণী |
১৪ জন |
০৭ জন |
২১ জন |
০৪. |
তৃতীয় শ্রেণী |
১৫ জন |
১১ জন |
২৬ জন |
০৫. |
চতুর্থ শ্রেণী |
০৮ জন |
০৬জন |
১৪ জন |
০৬. |
পঞ্চম শ্রেণী |
০৬ জন |
০৭ জন |
১৩ জন |
১৫১নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির বর্তমানে পরিচালনা কমিটির (এস এম সি) সদস্য সংখ্যা ১১জন। এদের মধ্যে জন ৭পুরুষ এবং ৪জন মহিলা সদস্য রয়েছে। উক্ত কমিটির সভাপতি এস এম কওছার আলী।
১৫১নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পাশের হার শতভাগ । ২০১৮ সালে ০২জন এবং ২০১৯ সালে ০৩জন এ বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে।
১৫১নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ০৫জন বৃত্তি পেয়েছে এবং ১০০ জন ছাত্র-ছাত্রী উপ-বৃত্তির আওতায় রয়েছে।
১৫১নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকেই সাফল্যের সাথে শিক্ষা প্রদান করে চলেছে। প্রতিটি বার্ষিক পরিক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টির অনেক ছাত্র-ছাত্রী বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত আছে।
১৫১নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে ভবিষ্যতে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা।
১৫১নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির যোগাযোগের মাধ্যম মোটর সাইকেল, ইজিবাইক, ভ্যান।
বর্তমানে ১৫১নং ছোট পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে বিভিন্ন শ্রেণীতে ৩৩ জনের অধিক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস