প্রায় ১একর ১৯শতক জায়গা জুড়ে (মাঠ ও স্থাপনাসহ) পারুলিয়া উচ্চ বিদ্যালয় অবস্থিত। দক্ষিণ প্রান্ত ঘেষে চাপা খাল, পশ্চিম প্রান্তে গ্রামীণ সড়ক, উত্তরে সঃপ্রাঃবিঃ, পূর্ব প্রান্তে খাল। পশ্চিম পাশে তিনতলা ভবন লাগা সেমি পাকা ভবন, দক্ষিণ প্রান্তে সেমিপাকা ভবনসহ টিনসেট ভবন ও পূর্ব প্রান্তে একতলা ভবন এবং মাঝখানে বিদ্যালয় প্রাঙ্গন যাতে কয়েকটি নারিকেল গাছ। মোট জনবল ১৭জন এবং একটি নিয়মিত ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত। অত্র বিদ্যালয়ে মোট ৩৫৩জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত ও তাদের ফলাফল সন্তোষজনক।
পারুলিয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৬৮ খ্রীঃ বর্তমান সভাপতি সহ অত্র গ্রামের গন্যমান্য তৎকালীন ব্যক্তিগর্ব সহ গ্রামের সাধারণ জনসাধারণ প্রতিষ্ঠা করেন। প্রথমে গোলপাতা চালার তৈরি ঘরে পাঠদান শুরু হয় এবং এর পর টিনসেট ঘরে। এর কয়েক বছর পর সেমিপাকা ভবনে পাঠদান চলতো। কিছু কাল পর পূর্ব পাশে একতলা ভবন সহ বর্তমানে পর্যায়ে বিদ্যালয়টি উপনীত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে অত্র বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল সন্তোষজক। এ বিদ্যালয় থেকে বহু মেধাবী শিক্ষার্থী মেধার স্বাক্ষর রেখে বিদ্যলয়টির সুনাম বর্ধিত করেছ এবং বর্তমানে এ ধারা প্রবাহমান।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
সুকান্ত চন্দ্র বিশ্বাস | ০১৭১৫-৪৭৭৩৭৮ | sukantachandrabiswas@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
নাজমা খাতুন | ০১৭৩১-৬১০৪৩৬ | khatunnazma477@gmail.com | |
সঞ্জয় দাস | ০১৭৩৪-৫৮২৮৭২ | ||
নিধীর কুমার বিশ্বাস | ০১৭১৪-২২২৭৪২ | ||
মানসী মন্ডল | ০১৯৭১-৭০১৮৯৫ | ||
রমেন্দ্র নাথ পোদ্দার | ০১৩২৪-১৯৭৩৬১ | ramenpodder143@gmail.com | |
মোঃ আবুল বাশার | ০১৯২১-৯১৫১৪৮ | mabashar1988@gmail.com | |
মৃত্যুঞ্জয় কুমার মন্ডল | ০১৯১৪-৭৭৩১৭৩ | mondalmrityunjaykumar@gmail.com | |
সুদেবী বালা | ০১৭১৫-৪৭৭৩৫০ | Sudebbybala50@gmail.com | |
শিপ্রা বালা | ০১৯৩৬-৭৪৪৮২৬ | ||
মোঃ রুহুল আমিন | ০১৯১৩-২১৪৮৮২ | ra251290@gmail.com |
ক্রমিক নং |
শ্রেণীর নাম |
ছাত্র |
ছাত্রী |
মোট ছাত্র-ছাত্রী সংখ্যা |
০১. |
ষষ্ঠ শ্রেণী |
৩৫ জন |
২৫ জন |
৬০ জন |
০২. |
সম্পম শ্রেণী |
৩৯ জন |
৩৭জন |
৭৬ জন |
০৩. |
অষ্টম শ্রেণী |
৩৪ জন |
২৭ জন |
৬১ জন |
০৪. |
নবম শ্রেণী |
৪২জন |
৩৮ জন |
৮০ জন |
০৫ | দশম শ্রেণী | ৪২ জন | ৩৫ জন | ৭৭ জন |
কমিটির সভাপতি জনাব নওশের আলী খান। এছাড়া তিনজন সাধারণ শিক্ষক, চারজন অভিভাবক সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, একজন শিক্ষানুরাগী সদস্য এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সচিব।
ক্রমিক নং | পরীক্ষা | পরীক্ষার সাল | ছা্ত্র-ছাত্রীর সংখ্যা | পাসকৃত ছাত্র-ছাত্রী সংখ্যা |
০১ | এস এস সি | ২০১৯ | ১১৮জন | ৬১জন |
০২ | এস এস সি
|
২০২০ | ১০৪জন | ৫৩জন |
০৩ | এস এস সি
|
২০২১ | ১৬০জন | ১২১জন |
০৪ | এস এস সি
|
২০২২ | ৬৯জন | ৬১জন |
০৫ | এস এস সি
|
২০২৩ | ৭৮জন | ৪৪জন |
বর্তমানে পারুলিয়া উচ্চ বিদ্যালয়টিতে ৫জন শিক্ষা বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী রয়েছে।
বিগত বছরের পাবলিক পরীক্ষায় বহু সংখ্যক প্রথম ডিভিশনে পাশ এবং পরবর্তীতে GPA 5 এবং GPA 5+ অর্জন করেছে বহু শিক্ষার্থী। এদের বেশির ভাগই মেডিকেল, বিসিএস, ইঞ্জিয়ারিং সহ বহু সেক্টরে (সরকারী) চাকুরিরত রয়েছে এবং সুনামের সঙ্গে মেধার পরিচয় বহন করছে। একই সঙ্গে তৃনমূল পর্যায়ের সাধারণ গরীব পরিবারের সকলেই সহজেই শিক্ষার সুযোগ পাচ্ছে।
একটি ৪তলা ভবন আনয়ন, খেলার মাঠটি ভরাট করণ, ই-লানিং ব্যবস্থা চালু করণসহ শিক্ষার গুনগত মানোন্নয়ন। প্রতিবন্ধী শিক্ষার্থীসহ দুর্বল শিক্ষার্থীদের মানোন্নয়নে বিশেষ ক্লাসের ব্যবস্থাকরণ সহ শেখ রাসের ল্যাবের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে কম্পিউটারাইজ শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ সহ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে জাতি, সরকার ও দেশকে পূর্ন সহযোগীতা করা।
প্রশস্ত গ্রামীন পাকা সড়ক। উপজেলা থেকে লাইন ক্রস করে পোনা বিশ্বরোড পার হয়ে হরিদাসপুর-সাজাইল উচ্চ বিদ্যালয় বাজার পার হয়ে ছোট পারুলিয়ার মধ্য দিয়ে পারুলিয়া মাদ্রাসা ঘেষে পারুলিয়া উচ্চ বিদ্যালয়টি অবিস্থিত।
পারুলিয়া উচ্চ বিদ্যালয়টিতে বর্তমানে বিভিন্ন শ্রেণীতে ২১জন মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস